জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার শ্রী শ্রী শ্যামা পূজা এবং দীপাবলি উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সকল অন্ধকার এবং মনের কলুষতা দূর হওয়ার প্রার্থনা করে সনাতনী শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদেরকে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ে দীপাবলি অনুষ্ঠান পালন করে । ৩১ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার অনুষ্ঠানটি সম্পন্ন করে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের পরিচালিত কয়েকটি সংগঠন শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ, সনাতন বিদ্যার্থী সংসদ, স্বামী বিবেকানন্দ সংঘ, বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট এবং ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময়ে বিশ্ববিদ্যালয়ে দ্রুত সময়ে মন্দির স্থাপনের জন্য ফেস্টুন হাতে শিক্ষার্থীদের দাঁড়াতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ে আপাতত অস্থায়ী মন্দির স্থাপন করে শিক্ষার্থীদের ধর্মীয় আচার বিধি পালনের ব্যবস্থা করে দেয়ার জন্য জোর দাবী জানায়।