জবি প্রতিনিধি:
জয়পুরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নবুয়ত হোসেন নূহান এবং সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ইকবাল।
আহ্বায়ক তানভীর আহমেদ ও সদস্য সচিব মো: আবদুল্লাহ আল ইয়াছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আগামী পনেরো কার্যদিবসের মধ্যে কার্যনির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করার জন্যে। আংশিক কমিটিতে সভাপতি নবুয়ত হোসেন নূহান, সহসভাপতি মামদুদুর রহমান রাফি ও রুবাইয়া জান্নাত এবং সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসাইন ও তাসমিয়া সরকার।