জবি প্রতিনিধি:
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। এই দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মুখে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে
এবং আওয়ামী লীগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড বা নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে সকাল ১১ টায় মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা উক্ত কর্মসূচিতে সকল নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন।