জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে ১৩তম ব্যাচের বিদায়, ১৯তম ব্যাচের নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অদ্য (২৪ নভেম্বর ২০২৪-রবিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, “বিদায়ী শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে তাদের সফলতা দ্বারা জবির এম্বাসেডর হিসেবে প্রতিপাদিত হবেন। প্রতিটি বিভাগের এলামনাই তার বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সর্বোচ্চ সহযোগিতা করা উচিত। নবীন শিক্ষার্থীরা নিজ জীবন গড়ার লক্ষ্যে একাডেমিক কাজে বিঘ্ন না ঘটিয়ে কিভাবে পরিচালিত হবেন তার উপরই নির্ভর করবে তাদের ভবিষ্যৎ। আমাদের ক্যাম্পাস ছোট হলেও আন্তরিকতায় আমরা বিশাল।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন নবীনদের স্বাগত ও বিদায়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, “নবীন শিক্ষার্থীরা যে বিষয়েই ভর্তি হোক না কেন তাদের সর্বোচ্চটা দেয়া ও নেয়ার চেষ্টা করতে হবে। যে বিষয়েই ভর্তি হওনা কেনো, শিক্ষকদের গাইডলাইন সঠিকভাবে পাবে। আমাদের সীমাবদ্ধতার মধ্য দিয়ে ক্যাম্পাসকে শান্তিপূর্ণ রেখে এগিয়ে যেতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা এবং টি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক (বিজনেস) মোঃ মোফাচ্ছেল হক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. আবদুস সামাদ স্বাগত বক্তব্য প্রদান করেন।
এছাড়াও রসায়ন বিভাগের ১৩ তম ব্যাচের একাডেমিক ফলাফলের ভিত্তিতে প্রথম তিনজন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।