জবি প্রতিনিধি: শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম বারের মত আয়োজন করে গীতা জয়ন্তীর।
শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ লক্ষ্মীবাজার শ্রী শ্রী নৃসিংহদেব মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে গীতা উপহার দেওয়া হয়।
সংগঠনের সভাপতি হৃদয় সূত্রধর জানান মূলত গীতার বাণী ও গীতার জ্ঞানকে সম্প্রসারিত করতেই তাদের এই আয়োজন।
সংগঠনের সভাপতি হৃদয় সূত্রধর , সহ সভাপতি - পূর্ণিমা রক্ষিত ,প্রিয়াংকা সরকার ,অনামিকা মল্লিক ,সাধারণ সম্পাদক -অজয় পাল,যুগ্ম সাধারণ সম্পাদক -শুভ দাশ,কোষাধ্যক্ষ -নীলা দে সহ অবন্তি,বাধন,তপু ,জয়ন্ত সদস্যবৃন্দের নেতৃত্বে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পর্যায়ক্রমে ভজনকীর্তন ,গীতাপাঠ এবং সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।