জবি প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ভাষা শহিদ রফিকসহ সকল ভাষা সৈনিকের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া মাতৃভাষা চর্চাকে উৎসাহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অমর একুশে কুইজ প্রতিযোগিতা’র আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের পরামর্শক্রমে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
এবিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ভাষা শহিদদের স্মরণে ও ইতিহাস চর্চার লক্ষ্যে আমাদের এই আয়োজন। নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
এবিষয়ে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদের দায়িত্ব নিতে হবে। এই আলোকচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা তারই অংশ। ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ চালিয়ে যাব।”