জবি প্রতিনিধি: পহেলা বৈশাখের দিনে রাজধানীতে প্রচণ্ড গরমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ আয়োজন করেন তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে জবি ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকি। সেই জায়গা থেকেই আমরা নববর্ষের দিন সাধারণ শিক্ষার্থীদের জন্য সরবত ও পানির ব্যবস্থা করি। আমাদের এই উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় শাখা সমর্থন দেয়।
তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের যেকোনো বিপদে আপদে আমরা আছি, ভবিষ্যতেও থাকবো। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য ছাত্রদল সর্বদা পাশে থাকবে।
কর্মসূচি সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই ছাত্রদলের রাজনীতি। বৈশাখের এই তীব্র গরমে সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের একটু স্বস্তি দিতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও জবি ছাত্রদল মানবিক এবং কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় আমরা সবসময়ই মানবিক উদ্যোগ বাস্তবায়নে প্রস্তুত। ছাত্রসমাজের অধিকার আদায়ের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার।