1. news@saradeshsangbad.online : সারাদেশ সংবাদ : সারাদেশ সংবাদ
  2. info@www.saradeshsangbad.online : সারাদেশ সংবাদ :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিনামূল্যে ১০০ জনের থ‍্যালাসেমিয়া টেস্ট করালো “বাঁধন” জবি ইউনিট পারভেজ হত্যার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ছাত্রীহলের ফি কমাতে উপাচার্যের দপ্তর ঘেরাও, ফি কমলো ১৪০০ টাকা রাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় জবি ছাত্রদলের হেল্প ডেস্ক ৩ কার্যদিবসের মধ্যে জকসুর রোডম্যাপ চায় জবি বৈষম্যবিরোধী আন্দোলন দখলদার ডাক্তার মোশাররফের শাস্তির দাবিতে জবি শিক্ষার্থীদের স্মারকলিপি সেনাবাহিনী কাজ শুরু করলে ৭ একরে অস্থায়ী আবাসনের কাজ শুরু হবে -জবি প্রশাসন নতুন ক্যাম্পাস ও আবাসন বিষয়ে আবারো আশ্বাস প্রশাসনের, শিক্ষার্থীরা হতাশ গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে বুয়েট ফিজিক্স এলামনাই অ্যাসোসিয়েশনের মানববন্ধন পহেলা বৈশাখে তীব্র গরমে শিক্ষার্থীদের মাঝে পানি ও শরবত বিতরণ জবি ছাত্রদলের

সকল শিক্ষার্থীকে জাতীয়তাবাদ ছাত্রদলে সম্পৃক্ত করতে সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান: নাছির

সারাদেশ সংবাদ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি
মঙ্গলবার ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
নাছির উদ্দীন বলেন, আমরা ক্রিয়াশীল ছাত্রসমাজের ২৮ টি সংগঠনকে আমন্ত্রণ দিয়েছিলাম সভার জন্য। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দাওয়াত দিইনি কারণ তারা তাদের নিজেদের রাজনৈতিক ছাত্রসংগঠন মনে করে না। প্রধান উপদেষ্টার সঙ্গে ছাত্র প্রতিনিধি হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা দেখা করেছেন তা শিষ্টাচার বহির্ভূত বলে আমরা মনে করি।
বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শিবিরকে ইঙ্গিত করে বলেন, আরেকটি সংগঠনকে দাওয়াত দিইনি বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এই ছাত্র সংগঠনটি অতীতে গোপন আতাতের মাধ্যমে রাজনীতি করেছে। খুনি সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর তারা এবার প্রকাশ্যে এসে রাজনীতি করছে। তাই আমরা সব সংগঠনের সঙ্গে তাদের আমন্ত্রণ জানিইনি। এরকম একটি ছাত্র সংগঠনকে দাওয়াত জানানো মানে হলো গোপন রাজনীতিকে প্রাসঙ্গিক করে গড়ে তোলা। তাদের রাজনীতির ধরনের কারণে এই সংগঠনটিকে শিক্ষার্থীরা ঘৃণা করে। গত ৫ আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর খুনি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে মিলেমিশে রাজনীতি করে এখন প্রকাশ্যে এসেছে।

নাছির উদ্দীন নাছির বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এর জন্য একটি সংগঠন থেকে প্রতিনিধি নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সব ছাত্র সংগঠনের প্রতিনিধি দেখা করতে পারবে। একটা মাত্র সংগঠন সব শিক্ষার্থীদের প্রতিনিধি করতে পারেনা। সব সংগঠনকে আমন্ত্রণ না জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ এর তীব্র নিন্দা জানাচ্ছি।
ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, দুনিয়া কাঁপানো ’২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১০০ এর অধিক নেতাকর্মী খুনি হাসিনার দ্বারা নিহত হয়েছে। তাছাড়া সারা দেশে অন্যকোনো সংগঠনের এত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে কেউ দেখাতে পারেনি। জাতীয়তাবাদ ছাত্রদলের প্রথম শহীদ ওয়াসিমকে আমরা ভুলে যাইনি। ৫ হাজারের অধিক নেতাকর্মী সে সময় গ্রেপ্তার হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে দীর্ঘ ১৫ বছর ধরে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব যে আন্দোলন গত ৫ আগস্ট তার প্রাথমিক ফলাফল পেয়েছে। ৫ আগস্টের পূর্বে সব থেকে নির্যাতিত সংগঠন ছিলো ছাত্রদল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা গুলিবিদ্ধ হয়। এছাড়াও জবি ছাত্রদলের পাঠাগারবিষয়ক সম্পাদক আতিক সিয়াম, ফেরদৌস শেষ, এইস এম নাসিম,অনিক কুমার দাস ও ফয়সাল কামাল গুলিবিদ্ধ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনজন নেতাকর্মী এখন পর্যন্ত গুম রয়েছে। তাদেরকে এখনো খুনি হাসিনা থেকে ফেরত পাইনি। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ইতিবাচক রাজনৈতিক পরিবেশের সূচনা হয়েছে। ২১ শতক উপযোগী হিসেবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে জাতীয়তাবাদ ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত করতে সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মতামত নেওয়া হচ্ছে। কিন্তু আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর সব চাপিয়ে দিত। এখন শিক্ষার্থীদের সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে ছাত্রদলের রাজনীতি পরিচালিত হবে।
মানববন্ধনে জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগ দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে ও তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছিলো। খুনি হাসিনা পুরো দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছিলো। জবি ছাত্রদলের সহ-সভাপতি রাসেল, রানা, আল আমিনের পরিবার আহাজারি করছে। আমরা তাদের ফেরত চাই। তাদের ফেরত না পাওয়া জন্য আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে যাবো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের এইচ এম জাফর, কাজী জিয়া উদ্দিন বাসেত, সহ সাধারণ সম্পাদক শামিম হোসেন, আবিদ কামাল রুবেল, জবি ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইব্রাহিম কবির মিঠু,১ নং সহ সভাপতি আজিমুল হাসান চৌধুরী , সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হিমেল,যুগ্ম সম্পাদক মিল্লত পাটোয়ারী, সুমন সর্দার, জাফর আহম্মেদ, নজরুল ইসলাম মামুন,মো. মাহমুদুল হাসান খান, সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগসহ শাখা ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট